"পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন"

মানবজাতির ইহ ও পরলৌকিক সফলতার মূল মন্ত্রটিই প্রতিধ্বনিত হয়েছে ওহীর এ বাণীতে। নৈতিকতা বিবর্জিত আধুনিক শিক্ষা যেমনিভাবে মানবতার কল্যাণ সাধনে সক্ষম নয়, ঠিক তেমনিভাবে যুগের চাহিদা ও প্রয়োজনীয়তাকে পুরোপুরি উপেক্ষা করে ওঠা ধর্মীয় শিক্ষাও কখনো কখনো শিক্ষার্থীদেরকে পরনির্ভরশীল ব্যক্তিতে পরিনত করতে পারে।

সে লক্ষ্যে, কুরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় করে উন্নত পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ লাভের দীপ্ত প্রত্যয় নিয়ে “দারুল উলুম মনোয়ারা নূরানী (ক্যাডেট) মাদরাসা” ২০২৪ ইং থেকে নতুন দিগন্তে যাত্রা শুরু করতে যাচ্ছে ইনশা আল্লাহ।

আমাদের বিভাগসমূহ :

আদর্শ মক্তব বিভাগ
আদর্শ নাজেরা বিভাগ
আদর্শ হিফজ বিভাগ
আদর্শ শুনানী বিভাগ
Play Video

طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

প্রত্যেক মুসলিমের উপর এলেম অর্জন করা ফরয।

-মুসনাদে আবু হানীফা (হাছকাফী), হাদীস: ১, ২; সুনানে ইবনে মাজাহ, হাদীস: ২২৪
block-image-2

২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

নূরানি বিভাগে
প্লে ও নার্সারিতে
১ম ও ২য় শ্রেণীতে