বাংলাদেশ কওমী শিক্ষা কারুকুলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বিজ্ঞ ওলামা মাশায়েখের তত্ত্বাবধানে পরিচালিত ।
আরবী, বাংলা ও ইংরেজী হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ।
দেশি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশগ্রহণ সুযোগ ।
সুন্দর কণ্ঠে আরবি লেহানে মশক প্রদান।
অভিভাবকের দায়িত্ব গ্রহণ ।
ইলেম আমল ও আখলাকে আদর্শ তালিবুল ইলেম রুপে গড়েতোলা ।
রুচি সম্মত খাবার, শরীর চর্চা ও শরীয়ত সমর্থিত খেলাধুলার ব্যবস্থা।
শিশুদের গড়ে তোলার জন্য শাস্তি নয় আদব-ই আমাদের হাতিয়ার ।
দূর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্বারোপ ।
সম্পূর্ণ কোলাহল মুক্ত নিরিবিলি মনোরম পরিবেশ।
নব্য-নির্মিত মাদ্রাসা ভবন
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে, দলীয় রাজনীতিমুক্ত মনোরমপরিবেশে, মাদরাসা শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিকল্পিত ও যুগোপযোগী পাঠদানের ব্যবস্থা নিশ্চিতকরণ।