পাঠ পরিচিতি

আদর্শ মক্তব বিভাগ

কোমলমতি শিশু-কিশোরদের শিক্ষার ভিত রচিত হয় এ বিভাগ থেকে। ভবিষ্যতে ভাল পড়ালেখার জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি সম্পন্ন করার যাবতীয় আয়োজন রয়েছে আমাদের মক্তব বিভাগে।

আদর্শ নাজেরা বিভাগ

এ বিভাগে পবিত্র কুরআনুল কারীম হিফজ বা মুখস্থ করতে আগ্রহী শিশুদেরকে স্বল্প সময়ে সহীহ শুদ্ধভাবে পুরো কুরআনুল কারীম তাজবীদসহ শিক্ষা দেওয়া হয়। এবং দ্রুত কুরআন মুখস্থ করার উপযুক্ত করে গড়ে তোলা হয়। এছাড়া প্রয়োজনীয় মাসআলা ও প্রাথমিক বাংলা, অঙ্ক, ইংরেজী শিক্ষা দেওয়া হয়।

আদর্শ হিফজ বিভাগ

এ বিভাগে হাফেজে কুরআনের মর্যাদা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদেরকে জাতীয় পর্যায়ে স্বীকৃত ও পুরস্কারপ্রাপ্ত সুদক্ষ শিক্ষকমÐলীর সার্বক্ষণিক তত্ত¡াবধানে আবাসিক ব্যবস্থায় অতি অল্প সময়ে আন্তর্জাতিক মানসম্পন্ন তেলাওয়াত শিক্ষা প্রদানসহ পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করানো হয়। এর সাথে সাথে প্রাথমিক বাংলা, অংক, ইংরেজী এবং প্রয়োজনীয় মাসয়ালা শিক্ষা দেওয়া হয়।